স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরের চিরিরবন্দর ও বিরল উপজেলায় পৃথক বজ্রপাতে এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। এরা হলেন চিরিরবন্দর উপজেলার হিরোবালা (৩০) এবং বিরল উপজেলার মোজাহার আলী (৩৫)। এ ঘটনায় দুটি গরুও মারা গেছে। মঙ্গলবার বিকেলে ও সন্ধ্যায় বজ্রপাতের এঘটনা ঘটে।

মৃত হিরোবালা চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মহাদানীপুর গ্রামের রনজিৎ কুমার রায়ের স্ত্রী এবং মোজাহার আলী বিরল উপজেলার ৫নং বিরল ইউনিয়ন পরিষদের মাধববাটী গ্রামের মজিদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বৃষ্টি আসলে মাঠে গরু আনতে যান হিরোবালা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা দু’টি গরুও মারা যায়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে বিরল উপজেলার মাধববাটী এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে আমন ধানের চারার বীজতলা তোলার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মোজাহার আলীর মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন,বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল।

(এসএ/এসপি/জুলাই ২৩, ২০১৯)