আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : “পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” এই শ্লোগানকে সামনে রেখে আগৈলঝাড়া কৃষি অফিসের উদ্যোগে বুধবার সকাল ১১টায় তিন দিনের ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।  

শহরে বন্যাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্তরে ফলদ বৃক্ষ মেলার উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস এর সভাপতিত্বে আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়, রফিকুল ইসলাম তালুকদার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ফলদ বৃক্ষ আমাদের খাদ্য ও পুষ্টি যোগানোর পাশাপাশি প্রয়োজনীয় কাঠ সরবরাহ, আবহাওয়া ও ক্ষতিকারক জলবায়ুর নেতিবাচক প্রভাব থেকে দেশ, জাতি ও বিশ্বকে মুক্ত রাখতে পারে। তাই বৈশ্বিক জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলায়, জীবন জীবিকার প্রয়োজনে সকলের গাছের চারা রোপন করতে হবে। এসময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে ফলদ গাছের চার বিতরণ করেন অতিথিরা।

(টিবি/এসপি/জুলাই ২৪, ২০১৯)