স্টাফ রিপোর্টার, দিনাজপুর : “নিজের সন্তান কেউ কখনো হয়তো বিশ্বাস ঘাতকতা করতে পারে। কিন্তু,গাছ কখনো বিশ্বাস ঘাতকতা করেনা। ”

দিনাজপুর বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে ফলজ চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তবে দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান মো.ইমদাদ সরকার এ কথা বলেছেন।

উপজেলা চেয়ারম্যান মো.ইমদাদ সরকার আরো বলেন,“গাছ লাগালে,যত্ম নিলে ফুল দেয়,ফল দেয়,কাঠ দেয়, জ্বালানী দেয়,ছাঁয়া দেয়,পরিবেশ বাঁচায়। আর নিজের সন্তানকে কষ্ট করে লালন পালনের পরও অনেক সময় কেউ কখনো হয়তো বিশ্বাস ঘাতকতা করতে পারে। কিন্তু,গাছ কখনো বিশ্বাস ঘাতকতা করেনা।”

দিনাজপুর সদর উপজেলার গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় চত্বরে বিদ্যালয় পরিচালনা কমিটি’র সভাপতি ত্র্যাডভোকেট মো.ওয়াদুদ সরকারের সভাপতিত্বে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে ফলজ চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, দিনাজপুর বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মো.হাবিবুর রহমান খান। প্রকৌশলী সহিদুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে দক্ষিণ কোতয়ালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.শামসুজ্জামান, গোদাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন চন্দ্র রায় বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলামসহ অন্যান্য বক্তব্য রাখেন।

আলোচনা শেষে বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে বিএমডিএ উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে ৬ শতাধিক উন্নত জাতের ফলের চারা বিতরণ করা হয়।

(এস/এসপি/জুলাই ২৪, ২০১৯)