আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : অতি সম্প্রতি ছেলে ধরা আতংক ও গলা কাটা গুজবের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে টেমার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের সাথে আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন টেমার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের গলা কাটা ও ছেলে ধরা আতংক দূর করে এই গুজবের বিষয়ে কোমলমতি শিশুদের সোচ্চার হতে বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় বিদ্যালয় প্রধান শিক্ষক মো. শাহ আলমসহ অন্যান্য শ্রেণি শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

ছেলে ধরা ও গলা কাটায় গুজবে সন্দেহজনক কাউকে দেখলে তাৎক্ষনিক থানা পুলিশে খবর দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেয়ার আহ্বান জানান ওসি মো. আফজাল হোসেন।

পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে আগৈলঝাড়া থানা পুলিশ গলা কাটা ও ছেলে ধরা গুজবের বিরুদ্ধে ব্যাপক মাইকিং প্রচারনা ও সভা সমাবেশ করে আসছে।

(টিবি/এসপি/জুলাই ২৫, ২০১৯)