স্পোর্টস ডেস্ক, ঢাকা : ১০০ মিটারে বোল্টের আধিপত্যের কথা সবার জানা। ট্রাক এন্ড ফিল্ড ইভেন্টটি বোল্টকে ছাড়া কেমন যেন পানসে মনে হয়।

ইনজুরির কারণে কমনওয়েথ গেমসে জনপ্রিয় ১০০ মিটারে অংশ নিতে পারেননি জ্যামাইকান গতি তারকা উসাইন বোল্ট। শুধু বোল্ট নন, ছিলেন না ব্লেকও।

কিন্তু তাতে কি? বোল্টের রাজত্বে রাজা বনে গিয়েছেন তারই স্বদেশী কেমার বেইলি কোল। গতির ঝড় তুলে একশ মিটার রেসে সোনা জিতলেন জ্যামাইকান স্প্রিন্টার বেইলি কোল। নারীদের ইভেন্টে স্বর্ণ জিতেছেন নাইজেরিয়ার ব্লেসিং ওকাব্যারে।

বেইলি কোল তার দৌড় শেষ করতে সময় নেন ১০ সেকেন্ড। এ ছাড়া রৌপ্য পদক পেয়েছেন ইংল্যান্ডের অ্যাডাম গেমিলি, ব্রোঞ্জ জিতেছেন জ্যামাইকার নিকেল অ্যাশমেড। নারীদের ইভেন্টে ব্লেসিং সময় নেন ১০.৮৫ সেকেন্ড।

এই ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন জ্যামাইকান ক্যাম্পবেল-ব্রাউন এবং ব্রোঞ্জ জিতেছেন একই দেশের কেরন স্টুয়ার্ট।

(ওএস/পি/জুলাই ৩০, ২০১৪)