পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় বজ্রপাতে একজন কৃষক মারা গেছে বলে জানা গেছে।
ঘরের কাছে দাড়িয়ে বৃষ্টির পানি সংগ্রহ করার সময় মারা যায় সে।ওই কৃষকের নাম বাবুল মোল্লা (৪০)।

বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের উত্তর কালীবাড়ি গ্রামে এ বজ্রপাতের ঘটনাটি ঘটে।

বাবুল মোল্লার বাবার নাম সেকান্দার আলী মোল্লা।

কালমেঘা ইউপি চেয়ারম্যান আকন মো. সহিদ ঘটনা নিশ্চিত করে জানান, বাবুল সকাল থেকে মাঠে হালচাষ করছিলেন। তিনি ১২টার দিকে বাড়ি ফিরে আসেন। পরে বৃষ্টির পানি সংগ্রহ করতে বালতি নিয়ে ঘরের বাইরে যান তিনি। ওই সময়ে বজ্রপাতে তার শরীরের এক অংশ ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

(এটি/এসপি/জুলাই ২৬, ২০১৯)