মাগুরা প্রতিনিধি : আধিপত্য বিস্তার নিয়ে মাগুরা সদর উপজেলার আমুডিয়া গ্রামে শনিবার সকালে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ আহত হয়েছে। এ সময় ৮-১০ টি বাড়ি ভাংচুরে ঘটনা ঘটেছে। পুলিশ সংর্ঘষ এড়াতে ফাকা গুলি ছুড়েছে। ঘটনা স্থল থেকে আটক করেছে ৮ জনকে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তার নিয়ে আমুডিয়া গ্রামের টিপু মিয়া ও সাহাদৎ বিশ্বাসের নেতৃত্বে দুইদল গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের সুত্র ধরে গতকাল শুক্রবার রাতে শাহাদৎ বিশ্বাসের সমর্থক মশিয়ার তার লোকজন নিয়ে মঞ্জুর নামে টিপু মিয়ার এক সমর্থকে কুপিয়ে জখম করে।

এ ঘটনার জের ধরে শনিবার সকাল ৯ টার দিকে দুই পক্ষের সমর্থকেরা সংঘবদ্ধ হয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলা পাল্টা হামলায় ১০ গ্রামবাসী আহত ও ৮-১০ টি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ সংঘর্ষ এড়াতে কয়েক দফা ফাকা গুলি নিক্ষেপ করে। এ সময় ঘটনাস্থল থেকে আটক করে ৮ জনকে। সংঘর্ষে আহতদের মধ্যে চারজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে বেশ কয়েক রাউন্ড ফাকা গুলি নিক্ষেপ করেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

(ডিসি/এসপি/জুলাই ২৭, ২০১৯)