রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : ‘গুজব নিয়ে বিভ্রান্ত হবেন না, অপরকে বিভ্রান্ত করবেন না’ -এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে ছেলেধরা ও মাথা কাটা গুজব সংক্রান্ত সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৮ জুলাই) সকালে রাজারহাট থানা পুলিশ প্রশাসন ও কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ আয়োজনে ছেলেধরা ও মাথা কাটা গুজব সংক্রান্ত সচেতনতা সপ্তাহ ২৫-৩১ জুলাই উপলক্ষে রাজারহাট থানা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় সোনালী ব্যাংক চত্বরসহ কয়েকটি মোড়ে আলোচনা সভা হয়। এতে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মেজর (অবঃ) মোঃ ইউনুছ আলী, থানার ওসি তদন্ত মোঃ নজরুল ইসলাম, এসআই মমিন, এসআই মামুন ও এসআই লোকমান প্রমুখ।

র‌্যালিতে পুলিশ, গ্রাম পুলিশ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। র‌্যালি চলাকালীন সময়ে থানার পুলিশ জনসাধারনের মাঝে লিফলেট বিতরণ করেন।

(পিএস/এসপি/জুলাই ২৮, ২০১৯)