মোঃ আব্দুর কাইয়ুম, মৌলভীবাজার : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা, দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার পৌরসভার ওয়ার্ড ভিত্তিক অভিযানের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে মৌলভীবাজার শহরের পৌর এলাকার ৮নং ওয়ার্ডের গোবিন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজী নছিব উল্ল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কয়েকশ শিক্ষার্থী নিয়ে সচেতনতা মূলক র‌্যালী বের হয়। পাশাপাশি পৌরসভার উদ্যেগে পৌর এলাকার নাগরিকদের ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে নিজ বাসার আঙিনা পরিস্কার রাখা সহ জনসচেতার জন্য মাইকিং করে ব্যাপক প্রচারণা চালানো হয়।

মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মো: ফজলুর রহমান এর নেতৃত্বে প্রচারণামূলক র‌্যালীতে উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিলর আয়াছ আহমদ, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাবেক ভিপি আব্দুল মালিক তরফদার সুয়েবসহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভার যৌথ আয়োজনে শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় এই কার্যক্রম।

(একে/এসপি/জুলাই ২৮, ২০১৯)