বেরোবি প্রতিনিধি : প্রশাসনিক ভবনে তালা, লাগাতার কর্মবিরতি, বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধনসহ শিক্ষক-কর্মচারীদের দ্বি-মূখী আন্দোলনে এবার হয়ে উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গত একমাসেরও বেশী সময় থেকে চলছে কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচি।

এদিকে শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবিতে রবিবারসহ টানা তিন কার্যদিবস মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ।

জানা গেছে, গত এক মাস ধরে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা কর্মবিরতি পালনসহ বিক্ষোভ মিছিল, সমাবেশ, প্রশাসনিক ভবনে তালা দেওয়াসহ নানা কর্মসূচি পালন করে আসছে। তাদের দাবিগুলো হলো ৫৮ জন কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন পরিশোধ, নীতিমালা প্রনয়ন ও সময় মতো পদোন্নতি। এসব দাবিতে এক মাস ধরে আন্দোলন করলেও কর্তৃপক্ষ তাদের দাবি বাস্তবায়ন করছেন না বলে কর্মচারী সমন্বয় পরিষদের মূখপাত্র রবিউল ইসলাম জানান। বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিস্থিতিতেও উপাচার্য-রেজিস্ট্রারসহ উর্ধবতন দায়িত্বশীল ব্যক্তিগণ ক্যাম্পাসে না আসায় একাডেমিক, প্রশাসনিক কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে। বন্ধ রয়েছে বিভিন্ন বিভাগের পরীক্ষার কার্যক্রম।

অপরদিকে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ দাবিতে রবিবার দুপুরে মানববন্ধন করেছেন বিশ^বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের একাংশ। তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষের সদিচ্ছা কামনা করেন। একই সাথে প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মানববন্ধন থেকে কর্মচারীদের অযৌক্তিক আন্দোলনের প্রতিবাদে আগামীকাল সোমবার ক্যাম্পাসে মৌন মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষক-শিক্ষার্থীরা।

কর্মচারী সমন্বয় পরিষদের সদস্য সচিব মাসুম খান বলেন, ভিসি স্যার ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল তিনিও গত ফেব্রুয়ারি মাস থেকে প্রশাসন ভবনে আসেন না। এক মাস ধরে ক্যাম্পাসেই (রংপুরে) আসেন না। ভিসি, রেজিস্ট্রার দুই জনই ঢাকায় থাকেন। সুতরাং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা কীভাবে আসবে?

(এম/এসপি/জুলাই ২৮, ২০১৯)