মাগুরা প্রতিনিধি : অসিফ হোসেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাগুরা আড়াইশ’ বেড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। মাগুরা সদর উপজেলার খালিমপুর গ্রামের বাবর আলী মোল্লার পুত্র আসিফ ঢাবি’র দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। 

আসিফের ভাই রাকিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত তার ভাই আসিফ ঢাকার হাতিরপুল এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। সেখান থেকে জ্বরে আক্রান্ত হলে ২৫ জুলাই ঢাকা মেডিকেলে রক্ত পরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। ওই অবস্থায় পরদিন তিনি বাড়ি চলে আসলে তাকে মাগুরা সরকারি আড়াইশ’ বেড হাসপাতালে ভর্তি করা হয়।

মাগুরা আড়াইশ’ শয্যা হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার বিকাশ বিশ্বাস বলেন, ডেঙ্গুতে আক্রান্ত আফিস হাসপতালের ভর্তি হয়েছে। তাকে জরুরি বিভাগের পাশের একটি কক্ষে নিবিড় পরিচর্জা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালোর দিকে। তবে চিকিৎসা ব্যবস্থা থাকলেও মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কোন ব্যবস্থা নেই। তিনি বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন মহকে অবিহিত করেছেন।

(ডিসি/এসপি/জুলাই ২৯, ২০১৯)