মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার দত্তকেন্দুয়া গ্রামে একই পরিবারের দুই নারীসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রবিবার রাতে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।  

স্থানীয়, আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার দত্তকেন্দুয়া গ্রামের পান্নু মিয়ার সাথে একই এলাকার সিরাজ মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার বিকেলে সিরাজ মিয়া ও তার লোকজন অতর্কিত হামলা করে পান্নু মিয়া এবং তার স্ত্রী শেফালী বেগম ও মেয়ে পাপিয়া আক্তারকে কুপিয়ে জখম। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। রবিবার রাতে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আহত শেফালী বেগম বলেন, ‘আমাদের সাথে জমিজমা নিয়ে সিরাজ মিয়ার দ্বন্দ্ব চলে আসছিল। এই ঘটনার জের ধরে আমাকে, আমার মেয়ে ও আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে।’

মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল হক সরদার বলেন, ‘এই ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

অভিযুক্ত সিরাজ মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

(এএস/এসপি/জুলাই ২৯, ২০১৯)