সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : কাপাসিয়া উপজেলার রায়েদ গ্রামে তিন বছরের শিশু ইরফান আহমেদ শুভকে শ্বাসরোধে হত্যার করার অভিযোগ উঠেছে। 

পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তার চাচাতো দাদি ও মাসুদের স্ত্রী ফরিদা (৫০) ও মাসুদের ছেলে মারুফ (২০) কে আটক করেছে পুলিশ।

গতকাল রবিবার রাতে ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার বিকাল ৬টার সময় রায়েদ গ্রামের আক্তার হোসেনের ছেলে খেলার জন্য বাড়ি বাইরে যায়। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে অবশেষে পুলিশকে সংবাদ দেয় পরিবারের লোকজন। পুশিল ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসী ও বাড়ির লোকজন নিয়ে আশপাশের খোঁজাখুঁজি করতে থাকে। এ সময় হঠাৎ প্রতিবেশী সজীবের ঘরের পাশে ইরফানের লাশ পড়ে থাকতে দেখে।

পুলিশ ধারনা করছে, কেউ তাকে ঘরের ভেতরে হত্যা করে ব্যাগ বা ড্রামে রেখে দিয়েছিল। রাতেই কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। এবং লাশ থানায় নিয়ে আসেন। আজ সকালে লাশ ময়না তদন্তের জন্য গাজীপুরে প্রেরণ করেন।

অফিসার ইনচাজ জানান, হত্যাকারীরা শীঘ্রই ধরা পড়বে।

(এসকেডি/এসপি/জুলাই ২৯, ২০১৯)