শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের সাহসী সাংবাদিক বি,এম ইশ্রাফিলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও মামলার এজাহারভুক্ত আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে শরীয়তপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ।

মঙ্গলবার বিকেলে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শরীয়তপুর জেলা মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শরীয়তপুরের নবীন-প্রবীন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বিকেল সারে ৫টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন প্রধান সড়কে বিক্ষোভ ও মানববন্ধন শেষে আলোচনায় অংশগ্রহন করেন বর্বরোচিত হামলার শিকার ডিবিসি নিউজ চ্যানেলের শরীয়তপুর জেলা প্রতিনিধি ও বিএমএসএফ’র জেলা সম্পাদক বিএম ইশ্রাফিল, যায়যায়দিন প্রতিনিধি কাজী নজরুল ইসলাম, বিএমএসএফ জেলা সভাপতি এমএ ওয়াদুদ মিয়া, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি এডভোকেট মুরাদ হোসেন মুন্সী, সাধারণ সম্পাদক ছগির হোসেন প্রমূখ । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আই প্রতিনিধি এসএম মজিবর, খোরশেদ আলম বাবুল, জামাল মল্লিক, রাজিব আহমেদ রাজন, সোহাগ খান সুজন, মনিরুজ্জামান খোকন, বারেক ভূইয়া প্রমূখ।

বক্তব্যে সাংবাদিক নেতৃবৃন্দ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যারা বি,এম ইশ্রাফিরের উপর হামলা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে।

উল্লেখ্য, সোমবার দুপুর ১২টায় শরীয়তপুর জেলা শহরের কোর্ট বাজারে ব্যবসায়ী খান এ মামুন (রুবেল খান) এর সিএনজি চালিত অটো রিক্সার শো-রুম উদ্বোধন হওয়ার কথা ছিল। শো-রুমটি উদ্বোধনের পূর্বেই শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদারের নেতৃত্বে শতাধিক শ্রমিক লাঠিশোটা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শো-রুমে হামলা চালিয়ে ৮টি অটোরিক্স, শো-রুমের কম্পিউটার ও আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে।

এ সময় সেখানে উপস্থিত ডিবিসি নিউজ চ্যানেলের শরীয়তপুর জেলার প্রতিনিধি বিএম ইশ্রাফিল ভাংচুরের ভিডিও চিত্র ধারণ করতে গেলে শ্রমিকরা তাকে বেধরক মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে কয়েকজন পথচারী ইশ্রাফিলকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এঘটনায় শরীয়তপুরে মিডিয়াপাড়া ও সুশিল সমাজে নিন্দার ঝড় বয়ে যায়। ঘটনার দিন রাতে ইশ্রাফিল বাদী হয়ে ফারুক চৌকিদারকে প্রধান আসামী করে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

(কেএন/এসপি/জুলাই ৩০, ২০১৯)