:: শাফিক আফতাব ::

কেউ না জানুক, হে শিশির, তুমি জানো আমার অন্তঃকরণ;
বৃষ্টির জল, কেউ জানুক, তুমি জানো আমি কতটুকু ভিজেছিলাম; গহীনে-
হে মেঘমালা, কেউ না জানুক তুমি জানো, কীভাবে অপেক্ষায় ছিলো আমার চাতকমন;
হে অরণ্য, কেউ না জানুক তুমিই জানো কী করে কেটেছে জীবন; নিঃসঙ্গ নিবার্সনে।

হে গহীন আকাশ, তুমি তো জানো, অামার অন্তরীক্ষের খবর;
হে সমুদ্র, তুমি তো উদার হতে শিখিয়েছিলে-
হে ভোরের বাতাস, আর কেউ না জানুক, তুমি তো জানো, আমার প্রাতঃভ্রমন;
হে পুষ্প, আর কেউ না জানুক, তুমি জানো, তোমাকে কেমন ছুঁয়েছিলাম।

অরুণা, আর কেউ জানুক, তুমি তো জানো, আমার পুরুষত্বের সুবাস-
আমার অন্তর্গত সুন্দরের গঠন, কাঠামো, নান্দনিকতার মোহনতা;
আর কেউ না জানুক, তুমি তো জানো আমার দুর্বলতা-
তুমিই জানো কত বিশাল আমার গহীন মনের নীলাকাশ।

কেউ জানে না আজ, জানতে চায় না, অথচ কতকিছু দেবার ছিলো আমার;
বেকার যুবকের মতোন অনুর্বর গেলো দিনগুলি, রঙ চটে যাচ্ছে রঙিন জামার।