করোনা উপহাস


রূপ আছে বলে কিসের লাগি
করো তুমি ছলনা ?
কেনো জ্বেলে দিলে অনল দাহ
হৃদয়ে আমার বলোনা?

মিছে ছলনা দিয়ে ঝরালে কেনো
দু’টি আঁখির জল ?
অভিনয় করেছো নায়কের মতো
ভিতরে দেখি খল !

কি অপরাধ এই হৃদয়ের ?
খুঁজে ফিরি নিরবধি,
স্বপ্নের শিখা জ্বেলেছি ওগো
দুয়ারে আসো যদি!

যাও চলে বহু দূরে
এ হৃদয় আঙ্গিনা ছেড়ে,
মুছে ফেলো ওগো মোর প্রিয়
মনের কালিমা ঝেড়ে।
কাছে থাকো তবুও যেনো
খুব অচেনা,
বুকের মাঝে দুঃখের ব্যথা
কারন জানিনা।

কি সুখ পাও ওগো তুমি
ঝরায়ে আঁখির জল ?
রূপ আছে তাই, করোনা উপহাস
করোনা ও-গো ছল !