চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বেশ কিছু এলাকার জলাশয় গুলোতে পাট জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত পানি না থাকার ফলে পাট জাগ দিতে পারছেন না কৃষকরা। পাট কেটে জাগ দিতে গাড়ি ভাড়া করে অন্যত্র নিয়ে যেতে হচ্ছে। এতে উৎপাদন খরব বেড়েছে।

চাটমোহর উপজেলা জবেরপুর গ্রামের পাট চাষি আব্দুল খালেক জানান, এ বছর তিনি সাড়ে চার বিঘা জমিতে পাটের আবাদ করেছেন। জমির আশপাশের পুকুর বা ডোবায় পানি না থাকায় পাট জাগ দিতে হচ্ছে দূরে। দূরবর্তী নদী বা বিলে জাগ দিতে গাড়ি বা ভ্যান ভাড়া করে পাট নিয়ে জাগ দিতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

ছোটগুয়াখড়া গ্রামের পাট চাষি জয়নাল হোসেন বলেন, তিনি এবার তিন বিঘা জমিতে পাট চাষ করেছেন। পাট কাটতে শ্রমিকরা বিঘা প্রতি দেড় হাজার থেকে দুই হাজার টাকা করে নিচ্ছেন। জাগ দিতে প্রতি আঁটি দুই টাকা ও ধুতে প্রতি আঁটি তিন টাকা করে নিচ্ছেন। শুরু থেকে ঘরে তোলা পর্যন্ত প্রতি বিঘা পাট চাষে ১৫ হাজার টাকা খরচ হয়। পাট হয় ১০ থেকে ১২ মণ। এখন পাটের যে বাজার মূল্য আছে, তাতে কিছুটা লাভ থাকবে। বাজার পড়ে গেলে লাভ থাকবে না।

পৌর এলাকার ছোটশালিখা মহল্লার কৃষক শামছু উদ্দিন বলেন, পাট কাটার সময় হয়ে গেছে। কিন্তু পানি না থাকায় পাট কাটতে পারছি না। আরও কয়েকদিন অপেক্ষা করছি, যদি মাঠে পানি হয় তাহলে পাট কাটব।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার হাসান রশীদ হোসাইনী বলেন, এ বছর পাটের দামও ভালো আছে। তবে কিছু কিছু এলাকায় পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়ে চাষিরা সমস্যায় পড়েছেন। অনেক স্থানে চাষিরা পাট কেটে জমিতে ফেলে রেখেছেন। ভারী বৃষ্টির অপেক্ষোয় আছেন পাট চাষীরা। খাল-বিলে পানি জমলে জাগ দিতে পারবেন তারা।

(এস/এসপি/আগস্ট ০১, ২০১৯)