সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার এ শ্লোগান সামনে রেখে ৫ দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। বৃহস্পতিবার দুপুরে সিংড়া কোর্টমাঠে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন।

আরো বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুব্রত কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন সুলতানা, কৃষিবিদ মাহমুদুল হাসান প্রমুখ।

মেলায় ২৮ টি স্টল স্থান পায়। পরে প্রতিমন্ত্রী ১৩ টি প্রতিষ্ঠানে আমের চারা এবং মেলায় আগতদের মাঝে ৫ হাজার ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করেন।

(এম/এসপি/আগস্ট ০১, ২০১৯)