রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : “পরিবেশ রাখি পরিষ্কার, বন্ধ করি মশার বিস্তার, নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি”- শ্লোগানকে সামনে রেখে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলে এলজিইডি’র উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার এলজিইডি’র ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় এলজিইডি টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম আজমের নেতৃত্বে হাতে ঝাড়– নিয়ে অন্যন্য কর্মকর্তাবৃন্দ এলজিইডি অফিস প্রাঙ্গণ পরিষ্কার করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি টাঙ্গাইলের সিনিয়র সহকারী প্রকৌশলী ফজলুর রহমান, সহকারী প্রকৌশলী সাইফুল ফয়সাল এবং আজিম উদ্দিন, উচ্চমান সহকারি সনাতন পাল প্রমুখ।

এলজিইডি টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম আজম বলেন, সবাই যার যার বাসস্থান ও কর্মস্থলে নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গু আক্রমণের সম্ভাবনা কম। তাই টাঙ্গাইল জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্ব স্ব উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে ডেঙ্গু প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখাই শ্রেয়।

(আরকেপি/এসপি/আগস্ট ০১, ২০১৯)