বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে দায়িত্বরত এক শিক্ষিকাকে মারপিটের মামলায় রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বাবুলেরকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট রাবেয়া বেগম এই আদেশ প্রদান করেন। একই সাথে আদালত তাকে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

এসময় আসামী বাবুল কাঁঠগড়ায় উপস্থিত ছিল। বাগেরহাট আদালতের সহকারী কৌশলী খান নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, বিগত ২০১৪ সালের নির্বাচন কমিশনের ভোটার তালিকা হাল নাগাদের কার্যক্রমে তথ্য সংগ্রহ কালে রামপাল উপজেলার বড় কাটালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বেগম খাদিজা ইয়াসমিনকে ওই বছরের ১৪ জুন পেড়িখালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল বেধড়ক মারধর করেন।

ভোটার তালিকায় ভূয়া ভোটারদের নাম অন্তভূক্ত না করায় ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান বাবুল স্কুল শিক্ষিকাকে মারপিট করেন। নির্বাচন কমিশনের নির্দেশে স্কুল শিক্ষিকার স্বামী মো. রবিউল আলম ওই বছরের ১০ জুলাই চেয়ারম্যান বাবুলকে আসামী করে রামপাল থানায় মামলা দায়ের করেন।

(এসএকে/এসপি/আগস্ট ০১, ২০১৯)