নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে বিপুল সংখ্যক বৃক্ষ প্রেমিকদের উপস্থিতির মধ্য দিয়ে শেষ হলো ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা। 

বৃহস্পতিবার মেলার শেষ দিনে সন্ধ্যা রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণ যেন বৃক্ষ প্রেমিকদের মিলন মেলায় পরিণত হয়েছিল। সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ।

দুপুরের পর থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনি দিনে বিকেলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.আজাহার আলী। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেন,উপজেলা বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ।

পরে মেলায় অংশ গ্রহণকারী বিভিন্ন স্টলের মালিকদেরকে পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য গত ৩০ জুলাই ধামইরহাট উপজেলায় তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়। এবার মেলায় বিপুল সংখ্যক মানুষ ফলদ বৃক্ষ ক্রয় করেছে। এতে মেলায় অংশ গ্রহণকারী নার্সাারী মালিকরা সন্তোষ প্রকাশ করেছেন।

(বিএম/এসপি/আগস্ট ০২, ২০১৯)