জামালপুর প্রতিনিধি : জামালপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেই। ঢাকা থেকে আক্রান্ত হয়ে দেশের বাড়ি এসে চিকিৎসার জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলেও এখন আক্রান্ত হচ্ছে জামালপুরে বসবাসকারীরাও।

জামালপুরের সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমসহ গত ১০ দিনে সারা জেলায় ৪৫ জন লোক ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ জন রোগী। ২৮ জন রোগী চিকিৎসা নিচ্ছেন এখনো। গুরুতর অবস্থায় ১জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ৪জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ পযর্ন্ত এ জেলার কেউ ডেঙ্গুজ্বরে মারা যাবার খবর পাওয়া যায় নি।

জুলাই মাসের ২৫ তারিখ থেকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া শুরু করে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী। গত ১০ দিনে ডেঙ্গুজ্বরে আক্রান্তরা হলেন- জামালপুর জেলা শহরের বানাকুড়া এলাকার বাসিন্দা সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম (৬৫), জামালপুর সদর উপজেলার বানিয়া বাজার গ্রামের আমিনুল ইসলামের ছেলে ছানোয়ার হোসেন (২৫), হাটচন্দ্রা গ্রামের শামছুল হকের ছেলে কবির হোসেন (২৫), মানিকের চর গ্রামের উমর আলীর ছেলে সোহেল মিয়া (২০), হামিদপুর গ্রামের হাবিবুরের ছেলে তালাত মাহমুদ (২২), কেন্দুয়া কুমারপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মাছুদ রানা (৩৫), দিগপাইত এলাকার আবুল হোসেনের ছেলে আসাদুল (২০), গজারিয়া গ্রামের মফিজের ছেলে আলিফ (২৪)), দেওরপাড় চন্দ্রা গ্রামের সোহরাব আলীর ছেলে মিলন হোসেন (২৫), নান্দিনা বাজারের রুহুল আমিনের ছেলে শান্ত আমিন (২২), পশ্চিম জামিরাবাদ গ্রামের হাসেন আলীর ছেলে রুবেল উদ্দিন (৩৩), চর যথার্থপুর গ্রামের মৃত শামছুল হকের ছেলে সাদ্দাম (১৭), বেলটিয়া গ্রামের রফিকুলের ছেলে সৌরভ(২৫), তিরুথা গ্রামের মজিবুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (২১), সর্দারপাড়ার গ্রামের আব্দুর রশিদের ছেলে মারুফ (১৯) এবং কেন্দুয়া গ্রামের ইমান আলীর ছেলে মাহমুদুল ইসলাম (১৯)।

মেলান্দহ উপজেলার কোনা মালঞ্চ গ্রামের হারুনুর রশিদের ছেলে আব্দুর রহিম (২৩), রঞ্জু আহমেদের ছেলে রায়হান(২৫) আব্দুল করিমের ছেলে হামিদুল্লাহ(২২), বকশীগঞ্জ উপজেলার সুরুজ মিয়ার ছেলে সোহেল (২৩) ও ফারুখের ছেলে হাসিবুল (১৯), ইসরাফিলের ছেলে কনক (১৭)। ইসলামপুর উপজেলার আতাব আলীর ছেলে রাসেল (২৫), ইসরাফিলের ছেলে হারুন-অর-রশিদ (৪০), হাড়িয়াবাড়ি গ্রামের লুৎফর রহমানের ছেলে শেখ সাব্বির (২১), সামিদুল হকের ছেলে পিয়াস (২০) ও দেওয়ানগঞ্জ উপজেলার সেলিম রেজার ছেলে সাব্বির (২২)। সহ সারা জেলার এ পর্যন্ত ৪৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক প্রফুল্ল কুমার এসব তথ্য নিশ্চিত করেছেন।

(আরআর/এসপি/আগস্ট ০৩, ২০১৯)