চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান একই কলেজের ১৮ শিক্ষকের বিরুদ্ধে মানহানি মামলা করার প্রতিবাদে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক-কর্মচারীবৃন্দ। 

শনিবার সকাল ১১টায় চাটমোহর সরকারি কলেজ মাঠে ওই কলেজের ১৮ জন শিক্ষকের বিরুদ্ধে অধ্যক্ষের দায়ের করা মানহানির মামলার প্রতিবাদে আধাঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন, ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মো. কামাল মোস্তফা, দর্শন বিভাগের সহকারি অধ্যাপক আবদুল মান্নান, প্রভাষক আবুল কালাম আনসারী, ওয়াইজ আলম স্ট্যালিন, লিলি আক্তার, রাবেয়া সুলতানা, অফিস সহায়ক মানিক মোল্লা, আবদুর রহমান, শাহনাজ পারভীন প্রমুখ।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানের নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ জানিয়ে তার অপসারণ এবং শিক্ষক-কর্মচারীদের আত্তিকরণ ফাইল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষক-কর্মচারীবৃন্দ। এ নিয়ে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা এরআগে মানববন্ধন, লিফলেট বিতরণ ও পোস্টারিংসহ নানা কর্মসূচি পালন করেন।

পরে অধ্যক্ষ মো. মিজানুর রহমান ১৮ জন শিক্ষক-কর্মচারীর নামে পাবনার আদালতে মানহানির মামলা দায়ের করেন।

দীর্ঘদিন ধরে অধ্যক্ষ মিজানুর রহমানের অনিয়ম-দুর্নীতি ও অপসারণের দাবিতে শিক্ষকরা আন্দোলন করে আসছে। লিফলেট বিতরণ, পোস্টার, মানববন্ধন, ক্লাস বর্জনসহ নানা কর্মসূচি পালন করে আসছে শিক্ষক-কর্মচারীরা। থানায় জিডি পাল্টা জিডি করেছেন উভয় পক্ষ। এতে ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষ ১৮ শিক্ষকের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন।

(এস/এসপি/আগস্ট ০৩, ২০১৯)