চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন আন্ত: প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মেধা অন্বেষণ প্রতিযোগিতা শুক্রবার হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতা শেষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার, প্রাইজমানি ও সনদপত্র তুলে দেওয়া হয়। প্রতিযোগিতার উদ্যোক্তা ও আয়োজক উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম জানান, হান্ডিয়াল ক্লাস্টারের ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ১৯০ জন শিক্ষার্থী মেধা অন্বেষণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিজয়ী ২০ জন শিক্ষার্থীকে নিজেদের উদ্যোগে ও হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের সহযোগিতায় পুরস্কৃত করা হয়।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডি’র প্রকল্প পরিচালক প্রকৌশলী মমিন মজিবুল হক সমাজী টুটুল। ইউপি চেয়ারম্যান কেএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইছাহক আলী মানিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কাজী আব্দুল খালেক, আ’লীগ নেতা শাহ আলম প্রাং, প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ রেজাউল করিম হেলাল, অধ্যক্ষ আবু শাহিন, প্রমূখ।

প্রতিযোগিতার আয়োজক সহকালী শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, এ ধরণের প্রতিযোগিতা দেশে এই প্রথম। এই প্রতিযোগিতা দেশব্যাপী করা দরকার। এটি একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

(এস/এসপি/আগস্ট ০৩, ২০১৯)