সাতক্ষীরা প্রতিনিধি : অবৈধপথে ভারতে যাওয়ার সময় এক মহিলাসহ তিনজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ডেমরাইল সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ডেমরাইল গ্রামের বিনয় মন্ডলের স্ত্রী শেফালী মন্ডল (২৪), একই গ্রামের ধীরেন্দ্র মন্ডলের ছেলে সুধাংশু শেখর মন্ডল (৪৫) ও একই উপজেলার খড়মি গ্রামের অভিমন্যু জোয়ারদারের ছেলে সুপদ জোয়ারদার (৫৫)।

বাঁশঝেড়িয়া বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত সুবেদার হাবিলদার তারা মিঞা জানান, একদল নারী ও পুরুষ অবৈধপথে ভারতে যাওয়ার জন্য উপজেলার ডেমরাইল সীমান্তের সুধাাংশু শেখর মন্ডলের বাড়ির পাশে অবস্থান করছে মর্মে তিনি খবর পান। এরই ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে তিনজনকে ডেমরাইল ভেড়িবাঁধের উপর থেকে আটক করা হয়।

আটককৃত সুধাংশু শেখর মন্ডল জানান, তারা ভারতে কাজ করার জন্য যাচ্ছিলেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, এ ঘটনায় বাঁশঝেড়িয়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল মজিদ বাদি হয়ে পাসপোর্ট আইনে থানায় বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/অ/জুলাই ৩১, ২০১৪)