আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধিন অবস্থায় পয়সারহাট বন্দরের এক ব্যবসায়ীর মৃত্যুতে ওই বাজারে সকল প্রতিষ্ঠান বন্ধ করে সোমবার শোক পালন করেছে ব্যবসায়ীরা। 

জানা গেছে, উপজেলার পয়সা গ্রামের ইমরুল বখতিয়ারের ছেলে জ্বালানী তেল ব্যবসায়ি পলাশ বখতিয়ার (৩৫) ৩১ জুলাই সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে

উপজেলা সদর থেকে নিজ বাড়ি পয়সারহাট যাচ্ছিলেন। পথিমধ্যে জোবারপাড় নামক স্থানে সড়কের উপর এলামেলো করে রাখা বালুর কারণে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্র পলাশকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনার পরপরই এসআই নাসির ঘটনাস্থলে গিয়ে মাহেন্দ্রটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গুরুতর অবস্থায় পলাশকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন চিকিৎসকেরা।

চার দিন ঢাকা এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে পলাশের মৃত্যু হয়। পলাশের মৃত্যুতে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অর্ধ দিবন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক পালন করেছেন।

(টিবি/এসপি/আগস্ট ০৫, ২০১৯)