নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা মিলনায়তনে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন, জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিবুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) এস,এম হাবিবুল হাসান।

সভায় ডিসি বলেন, সারা দেশ ডেঙ্গু সমস্যায় ভুগছে। সামনে ঈদ। যদিও বা নিয়ামতপুরে এ পর্যন্ত কোন ডেঙ্গু রোগী পাওয়া যায়নি। তারপরেও ঈদের কারণে বাইরে থেকে অনেকে আসবে। এদের মধ্যে ডেঙ্গু রোগীও থাকতে পারে। তাদের যেন সুচিকিৎসা দেয়া যায় তার আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আপনার আশপাশ পরিস্কার রাখতে হবে। কোনভাবেই যেন এডিস মশা জন্ম নিতে না পারে। ডেঙ্গুকে কোন ভাবেই অবহেলা করা যাবে না।

এর আগে জেলা প্রশাসক নিয়ামতপুর থানা ও ভাবিচা-নিয়ামতপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। মতবিনিময় সভার পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার মাধ্যমিক শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন ডিসি।

(বিএম/এসপি/আগস্ট ০৬, ২০১৯)