মন্দির ভিত্তিক শিশু শিক্ষা

সারা দেশে মন্দির ভিত্তিক
শিশু ও গনশিক্ষা,
সনাতনী শিশু রা পাবে
জ্ঞান আর দীক্ষা।

কঁচি কাঁচা শিশুদের
বুদ্ধির বিকাশ,
কুশল বিনিময়, শিষ্টাচার
নৈতিকতার প্রকাশ।

পড়া হবে হেসে খেলে
লেখা হবে অ-আ,
গল্প আর ছড়ার মাঝে
মন মাতোয়ারা।

ছবি এঁকে রঙ করে
নিবে কেড়ে অন্তর,
গল্পের মাঝে শিশু শিখবে
ধর্মীয় মন্তর ।

ছড়া গানে নেচে- নেচে
দিবে করতালি,
সেই সাথে শিখবে
যোগ ব্যায়াম গুলি।

প্রতিদিন যাবে শিশু
পড়া হবে মন্দিরে,
সব জ্ঞানে জ্ঞানী হবে
মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রে ।