ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকারপুর বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় গরু বোঝাই নসিমনের ধাক্কায় ঋশিতা খাতুন (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিটের দিকে পরীক্ষা দিয়ে সহপাঠিদের সঙ্গে বাড়ি ফেরার পথে দাশুড়িয়ার কালিকারপুস্থ নিউ এরা ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। সে কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী এবং আজমপুর গ্রামের দিন মজুর রাশেদুল ইসলামের মেয়ে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম রবি নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, ঋশিতা কালিকাপুরের আজমপুরে নানা শামসুলের বাড়িতে থেকে কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতো। রাস্তা পার হওয়ার সময় গরু বোঝাই শ্যালো ইঞ্জিল চালিত নসিমন পরিবহন ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশের ইনচার্জ রাজিউল করিম জানান, ঘাতক নসিমনকে আটক করা সম্ভব হয়নি। লাশ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

(এসকেকে/এসপি/আগস্ট ০৭, ২০১৯)