জামালপুর প্রতিনিধি : ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘মূলধারার রাজনীতিতে নারী অর্ন্তভুক্তিকরণ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর শহরের পাঁচ রাস্তা মোড়ে একটি চাইনিজ রেস্টুরেন্টে বুধবার সকাল ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

নারীনেত্রীসহ জেলা, উপজেলা ও শহর বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে আলোচ্য বিষয়ের উপর বক্তব্য দেন প্রধান আলোচক কেন্দ্রীয় বিএনপিরসহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন।

নারীদের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনে প্রতিবন্ধকতা, রাজনৈতিক সচেতনতা, মাঠ পর্যায়ে নারীদের অবাধ কাজ করার ক্ষেত্র সৃষ্টি করা, উৎসাহদানসহ নারীদের পদায়নে ৩০ শতাংশ কোটা নিশ্চিতকরণ নিয়ে গোলটেবিল বৈঠকে ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের মাস্টার ট্রেইনার জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, ফেলো জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেলীনা বেগম, শহর বিএনপির যুগ্ম সম্পাদক শাহ মো. আব্দুল্লাহ আলমাসুদ ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন ‘মূল ধারার রাজনীতিতে নারী অর্ন্তভুক্তিকরণ’ বিষয়ে নানা দিক তুলে ধরেন।

এ বিষয়ে মতামত ব্যক্ত করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুমা আর মিনমিতু, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মিলন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদকন ওশের আলী, বিএনপি নেত্রী এড. দিলরুবা ইয়াসমীন, এড. রোকসানা বেগম ও পারভীন আক্তার।

নারীদের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনে প্রতিবন্ধকতা, রাজনৈতিক সচেতনতা, মাঠ পর্যায়ে নারীদের অবাধ কাজ করার ক্ষেত্র সৃষ্টি করা, উৎসাহদানসহ নারীদের পদায়নে ৩০ শতাংশ কোটা নিশ্চিতকরণ নিয়ে গোলটেবিল বৈঠকে মতামত ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

(আরআর/এসপি/আগস্ট ০৭, ২০১৯)