দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে সাকোঁ থেকে পড়ে খালের পানিতে ডুবে মিনি (৫) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। বুধবার দুপুর দেড় টার দিকে উপজেলার জলিশা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। মৃত শিশু মিনি দুমকি একে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী ছিল। তার পিতার নাম মো: আনোয়ার হোসেন। 

প্রতিবেশী সৈয়দ আতিকুর রহমান জানান, জলিশা গ্রামের আনোয়ার হোসেনের শিশু কন্যা দুমকি একে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী মিনি (৫) প্রতিদিনের ন্যায় স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে জলিশা খালের ওপর সাকোঁ পার হওয়ার সময় পানিতে পড়ে ডুবে যায়।

সহপাঠী অন্যান্য শিশুদের চিৎকার শুনে পথচারী ও স্বজনরা ছুটে এসে খোঁজাখুজির পর শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: সাজ্জাদুর রহমান শিশুটির মৃত্যু ঘোষনা করেন। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

(এস/এসপি/আগস্ট ০৭, ২০১৯)