চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ  থাকি’  এই প্রতিপাদ্যে নিয়ে পাবনার চাটমোহরে বুধবার সকালে ডেঙ্গু রোগের প্রকোপ মোকাবেলা মশক নিধন ও পরিছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় উদ্বোধন করেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসিম কুমার, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম, প্যানেল মেয়র নাজিম উদ্দিন মিঞা, স্বাচিপ পাবনা জেলা সভাপতি ডাঃ মোঃ গোলজার হোসেন, কৃষকলীগ নেতা আব্দুল মান্নান মুন্নাফ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারি, স্কাউট, সাংবাদিক সুধিজন উপস্থিত ছিলেন।

এদিকে চাটমোহর পৌরসভার আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালী ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। চাটমোহর মহিলা ডিগ্রী কলেজ, চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন হাইস্কুল, বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার একযোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

(এস/এসপি/আগস্ট ০৭, ২০১৯)