মানবতার কোন সীমানা নেই!


কাশ্মীর কেন? ফিলিস্তিন কেন? রাখাইন কেন? কোথাও-
"মানবতার কোন সীমানা নেই।"
পৃথিবীর বুকের সীমানাগুলো রাজনৈতিক মাত্র!
মানবাধিকারের বিচারে-
নেই স্থান-কাল-পাত্র।
শুধু তাই নয়- প্রাণীদেরও অধিকার আছে,
-প্রকৃতিরও অধিকার আছে,
-অধিকার আছে সবার বেঁচে থাকার।
কে তুমি?
কি তোমার প্রয়োজন?
-কেড়ে নেবার এসব অধিকার?
কে তুমি? মরনঘাতি কোন জীবানু?
নাকি অসুরের প্রেতাত্মা?
নাকি ইশ্বর সবার!
না, না, এসব কিছুই না!
তুমিও মানুষ- আমিও মানুষ, পৃথিবীর সব জনপদের সবাই মানুষ!
তবে কেন- অন্যকে বিনা কারনে মৃত্যুর মূখে ঠেলে দেবার চক্রান্ত করো বারবার!
ক্ষান্ত দাও মানুষের অধিকার হরণের খেলা- বন্ধ করো শুধু নিজ স্বার্থ উদ্ধার!


শোন হে রাজনীতিবিদ, চরমপন্থী, ধর্মান্ধ, উগ্র জাতীয়তাবাদের ধারক-
অন্যের অধিকার হরণ করো যদি- তবে তুমি মানবতার ঘাতক, নিকৃষ্ঠ মনের বাহক।
ভালোবাসা না থাকলে ওটা মন না, মন না থাকলে সে মানুষ না!
বিশ্বের বুকে যারা তোমরা নিজেদের মানুষ বলে দাবী করো-
সবার মূখেই- একই আওয়াজ হোকঃ
"মানবতার কোন সীমানা নেই"
-মানবতার জয় হোক।