সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ার কারনে সরকার ঘোষিত ডেঙ্গু প্রতিরোধে সামাজিক ভাবে ডেঙ্গু পতিরোধে এবার মাঠে নেমেছে কাপাসিয়া থানার পুলিশ। 

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) শ্রী রাজিব দাস উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ শিক্ষার্থীদের সচেতনা বৃদ্ধির লক্ষে আলোচনা ,র‌্যালী ও পরিস্কার পরিছন্নতা অভিযান শুরু করেছে। গত ১ সপ্তাহ ধরে উপজেলার স্কুল কলেজ,মাদ্রাসা,ইউপি চেয়ারম্যান মেম্বারদের সাথে নিয়ে স্বশরিরে উপস্থিত হয়ে এসব অভিযান চালিয়ে যাচ্ছেন। উপজেলার ১১টি ইউনিয়নে এ অভিযান চানানো হয়।

এতে শিক্ষার্থীরা, সাধারণ মানুষ এ অভিযানে অংশ নিচ্ছে। উপজেলার কাপাসিযা সদর, চাদপুর, দূর্গাপুর, তরগাও, রায়েদ, সিংহশ্রী, বারিয়াব, টোক, ঘাঘটিয়ার চালা, সনমানিয়া ও কড়িহাতা ইউনিয়ন গুলোতে খাল বিলে জলাবদ্ধতা ও অপরিছন্ন স্থান পরিস্কার পরিছন্নতায় পুলিশ প্রশাসনের কাজ করে যাচ্ছে। পুলিশ প্রশাসনের এ অভিযান এলাকার শিক্ষক, সাংবাদিক, শিক্ষাথী ও সাধারণ মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মতিউর রহমান জাকির জানান, কাপাসিয়া থানা পুলিশের এ অভিযান ফলপ্রসু হচ্ছে স্কুল কলেজের শিক্ষাথী ও সাধারণ মানুষের মধ্যে জাগরণ সৃস্টি হয়েছে। মানুষ এখন তাদের জীবনের নিরাপত্তার জন্য বাসা বাড়ির চারদিকে পরিস্কার পরিছন্ন থাকার কথা উপলদ্বি করতে পেরেছে।

কাপাসিয়া বাজারের ব্যবসায়ী আলী হোসেন বলেন, ডেঙ্গু পরিরোধে পুলিশের পরিচ্ছন্ন অভিযান এলাকায় সাধারণ মানুষের মধ্যে সারা জাগিয়েছে।

(এসকেডি/এসপি/আগস্ট ০৮, ২০১৯)