রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ভারতের মাওলানা সাদ পন্থিদের আয়োজনে রাণীশংকৈল পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয়ে মিনি ইজতেমা করার প্রক্রিয়া চলছে। এ ইজতেমার বিরুদ্বে অবস্থান নিয়ে আলেম ওলামারা ইতি পূর্বে ঠাকুরগাও জেলা প্রশাসকসহ ৫ উপজেলার নির্বাহী কর্মকর্তা উপজেলা চেয়ারম্যান থানা অফিসার ইনর্চাজ বরাবরে ইজতেমা বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশসহ স্মারক লিপি দেয়। তারপরেও আগষ্ট মাসের শেষের দিকে  ইজতেমার আয়োজনের জোর প্রক্রিয়া চালায় সাদ পন্থিরা।

এ কারণে আবারো গতকাল বৃহস্পতিবার তারা প্রতিবাদ সমাবেশ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যায়। সেখানে ইউএনওকে না পেয়ে মৌখিক ভাবে প্রশাসনিক কর্মকর্তা রফিকুল আলমকে তাদের কঠোর অবস্থান আবারো পূর্ণ ব্যক্ত করে এ ম্যাসেজটি ইউএনও মহোদয়কে পৌছে দেওয়ার আহবান জানান। পরে তারা আবারো উপজেলা চেয়ারম্যান থানা অফিসার ইনর্চাজ কার্যালয়ে গিয়ে তাদের কঠোর অবস্থান পূর্ণ ব্যাক্ত করেন।

এ ব্যাপারে আলেম ওলামাদের নেতা মাওলানা আব্দুল মজিদ বলেন, আমরা আইনকে শ্রদ্বা করি সে জায়গা থেকে আমরা আবারো আমাদের অবস্থান মৌখিক ভাবে প্রশাসনকে পূর্ণ ব্যক্ত করলাম। তারপরেও যদি তারা অনুমতি দেয় আমরা প্রতিহিত করবো এতে যদি কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় এর দায়ভার প্রশাসনকে নিতে হবে।

এ ব্যাপারে ইউএনওর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল আলম বলেন,আমি বিষয়টি ইউএনও স্যারকে জানাবো। এবং বিষয়টি আমরা গুরত্বসহকারে পর্যবেক্ষণ করছি বলে তিনি মন্তব্য করেন।


(কেএস/এসপি/আগস্ট ০৮, ২০১৯)