সর্বনাশা ডেঙ্গু

ডেঙ্গু-রে তোর ভয়ে আছে
আতঙ্কে শহর গ্রাম,
কোথা থেকে এলিরে তুই
নেইকি রে তোর বিরাম ?

হতোচ্ছাড়া ডেঙ্গুরে তুই
তুই রে সর্বনাশা,
তোর কারণে ধ্বংস হলো
বেঁচে থাকার আশা !

ডেঙ্গু রে তুই কামড়াস কেমন ?
তোর মুখে কি যন্তর ?
তোর আতঙ্কে কাঁদে মানুষ
কাঁপছে সবার অন্তর !

সর্বনাশা ডেঙ্গু-রে তুই
রক্ত করিস বিষ,
তরতাজা এই প্রাণগুলো
তুই-রে কেড়ে নিস !

চুপি-চুপি মারিস কামড়
বুঝা বড় দায়,
স্বজন হারা মানুষগুলো
করছে হায়-হায় !