ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অভ্যস্তরে কনটেইনারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নির্মাণ কাজে নিয়োজিত সাব ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স কোম্পানীর ২৯ নং অফিস নির্মাণে ওয়েল্ডিং কাজের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এসময় অফিস ও ষোটের দু’টি কনটেইনারের  মালামাল পুড়ে যায়।  

শুক্রবার (৯ আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাতের সাথে সাথেই প্রকল্পের ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও কিছু জানা যায়নি।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিত করেছেন।

(এসকেকে/এসপি/আগস্ট ০৯, ২০১৯)