সিংড়া (নাটোর) প্রতিনিধি : আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসুন এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। 

শোভাযাত্রা, আলোচনা সভা ও সম্মাননা পুরুস্কারের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ সিংড়া উপজেলা শাখার আয়োজনে শুক্রবার দুপুরে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ মোড় প্রদক্ষিণ করে। পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ সিংড়া উপজেলা শাখার সভাপতি পরিতোষ চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী আলহাজ্ব এড জুনাইদ আহমেদ পলক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা আ. লীগের সভাপতি আলহাজ এড. শেখ ওহিদুরর হমান, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ এমরান আলী রানা, রহমত ইকবাল অনার্স কলেজের প্রভাষক নবীন চন্দ্র সরকার, ইউপি সদস্য দিপংকর চন্দ্র এক্কা শিক্ষক মহেন্দ্রনাথ সরদার, মহিলা ইউপি সদস্য জয়ন্তীরানী প্রমুখ । সঞ্চলনায় ছিলেন আদিবাসি পরিষদের সাধারণ সম্পাদক রঘু নাথ এক্কা ।

(এম/এসপি/আগস্ট ০৯, ২০১৯)