ফেনী প্রতিনিধি : ফেনী শহরতলীর মধুপুরে প্রবাসীর বাড়িতে পুলিশের পরিচয়ে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় প্রবাসীসহ তিনজন আহত হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ৩টায় ফেনী শহরতলীর মধুপুরে প্রবাসী আবুল খায়েরের বাড়িতে পুলিশের পরিচয়ে দরজা খুলতে বলে ডাকাতদল। দরজা খোলার পরই মুখোশধারী ডাকাতরা প্রবাসী আবুল খায়েরসহ অস্ত্রে মুখে জিম্মি করে সবার হাত-পা বেঁধে মারধর করে। এক পর্যায়ে ঘরের আলমারীর তালা ভেঙে নগদ সাত লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকারসহ মোবাইল, মূল্যবান দ্রব্য সামগ্রী লুটে নিয়ে যায়।

তাদের চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে এসে ডাকাতের হামলায় আহত প্রাবাসী আবুল খায়ের তার স্ত্রী মাসুদা ও মেয়েকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি ক্লিনিকে ভর্তি করায়।

সকালে আবুল খায়ের বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করে।

প্রাবাসী আবুল খায়ের জানান, ঈদের তিনদিন আগে তিনি ঈদ করার জন্য দেশে ফিরেন। তিন বছরে সব আয় টুকু ডাকাতরা লুটে নিল তার হাতে এখন আর কোনো টাকা নেই।

ফেনী মডেল থানার এএসআই মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ওএস/অ/জুলাই ৩১, ২০১৪)