নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে কেনাকাটার সুবিধা দিতে ‘বাই’ ফিচার যুক্ত করার প্রক্রিয়া শুরুর পরপরই ‘গিফট শপ’ ফিচারটি বন্ধের ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

আগামী ১২ আগষ্টের পর থেকে এ সেবা আর থাকছে না বলে এক বার্তায় সাফ জানিয়েছে।

বার্তায় জানানো হয়, ব্যবহারকারীদের জন্য দ্রুত নতুন ভিন্ন ধর্মী কিছু ফিচার উপহার দিতে এটি বন্ধ করা হবে।

ব্যবহারকারীরা যেন সরাসরি ফেসবুক থেকে টেডি বিয়ার, মোজা জাতীয় পণ্য কিনতে পারেন সেজন ২০১২ সালে গিফট শপ চালু করা হয়। তবে এক বছরের মাথায় তা বন্ধ করে দিয়ে শুধু গিফট কার্ড সেবা চালু রাখে। কিন্তু দীর্ঘসময়েও ব্যবহারকারীদের কাছে তেমন জনপ্রিয়তা পায়নি গিফট কার্ড ফিচারটি।

বিশ্লেষকদের মতে জনপ্রিয়তা না পাওয়া এবং সরাসরি কেনাকাটার জন্য নতুন ফিচার বাই বাটনযুক্ত করার কারণেই ‘গিফট শপ’ সেবা বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

এরমাধ্যমে ফেসবুক ই-কমার্স এর নবতর সংযোজন এফ-কমার্সকে বিশ্বব্যাপী সমাদৃত করার চেষ্টা করছে।

(ওএস/এটিআর/জুলাই ৩১, ২০১৪)