বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের গুধিকাটার ঠুটাখালী গ্রামের দেবু রঞ্জন ঘরামীর উত্তরকাকচিরা মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেনিতে পড়ুয়া কন্যা বাসন্তি রানী(১৩) বুধবার দিবাগত রাত ১টায় রহস্যজনকভাবে বিষপানে আত্মহত্যা করে।

বামনা থানা পুলিশ খবর পয়ে গতকাল বৃহস্পতিবার সকালে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করে। এই আত্মহত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে বামনা থানায় এখন পর্যন্ত কাউকে দোষী করে কোন অভিযোগ দায়ের করা হয়নি। তবে বামনা থানা পুলিশ বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ডৌয়াতলা ইউনিয়নের গুধিকাটা গ্রামের কেশব রায়ের ছেলে শ্যামল রায়ের(২৯) সাথে দীর্ঘদিন থেকে বাসন্তির প্রেমের সম্পর্ক চলছিলো। মেয়ের বয়সের দিক বিবেচনা করে উভয় পরিবার এই সম্পর্কে মেনে না নেওয়ায় এই আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে বলে অনেকের ধারণা।

এ বিষয়ে স্থানীয় এবিকে ব্রিক্স এর কর্মচারী আ. মাজেদ বলেন, বাসন্তির সাথে শ্যামলের সম্পর্কের সূত্র ধরে শ্যামল তাকে বহুবার ইটভাটায় নিয়ে ধর্ষণ করে। পরে পরিবার বিয়ের জন্য প্রস্তাব দিলে ছেলের পরিবার রাজি না হওয়ায় এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে শ্যামলের মা উষা রানী বলেন, মেয়ের পরিবারের পক্ষ থেকে এই সম্পর্কের বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। আমরা জানলে এই মেয়েকে ছেলের বউ হিসেবে নিয়ে আসতাম।

এই আত্মহত্যার ব্যাপারে মেয়ের বাবা দেবু রঞ্জনের কাছে জানতে চাইলে, তিনি শোকে পাথর হয়ে যাওয়ার কারনে কিছু বলতে সক্ষম হননি।
তবে মেয়ের মা অঞ্জলী রানী বলেন, আমার মেয়ে মানসিক রোগী, সে মাঝেমধ্যে বাড়িতে না বলে বিভিন্ন স্থানে চলে যায়। আমার মেয়ের সাথে কারো কোন প্রেমের সম্পর্ক ছিলোনা। সে ভুল করে গ্যাসের ঔষধ(একধরনের চালের পোকা দমনেরর ঔষধ) পান করায় মারা গেছে।

এ ব্যাপারে বামনা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. জহিরুল ইসলাম বলেন, লাশের সুরতহাল রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে বাহ্যিক কোন আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মেয়ের মায়ের ভাষ্যমতে তার মেয়ে চালের পোকা দমনের ঔষধ খেয়ে মৃত্যু ঘটেছে বলে সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ধর্ষণ বা কি পান করে বাসন্তির মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা। এই ঘটনায় আপাদত বামনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে ডাক্তারি পরীক্ষার পরে এই মামলাটি অন্য কোন দিকে ঘুরে যেতে পারে।

(এমএইচ/জেএ/জুলাই ৩১, ২০১৪)