বিনোদন ডেস্ক : বাংলাদেশে প্রথমবারের মত হলিউড সুপার হিরো ক্যারেক্টার দেখা গেল বাংলা নাটকে। খুব অল্প সময়ের জন্য স্ক্রিনে দেখা যাবে, স্পাইডার ম্যান, আয়রন ম্যান, সুপার ম্যান ও ফ্ল্যাশকে।

ঈদের এই বিশেষ নাটক ‘অ্যাভেঞ্জারস অ্যান্ড দ্যা গ্রেট লুজার’ প্রচারিত হচ্ছে এনটিভি’তে ঈদের পঞ্চম দিন রাত ১১ টা ৪৫ মিনিতে। নাটকটি রচনা করেছেন এস এম সালাহউদ্দিন এবং পরিচালনা করেছেন তরুণ নির্মাতা তানিম শাহরিয়ার। হোয়াইট ব্যালেন্স এর ব্যানারে নাটকটি প্রযোজনা করেছে ঘাস ফড়িং মিডিয়া। ব্যতিক্রমধর্মী কেন্দ্রীয় দুটি চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন নিলয় আলমগীর ও তাসনুভা তিশা। এছাড়াও রয়েছেন মোমেনা চৌধুরী, সিয়াম নাসির, অবিদ রায়হান, আখন্দ জাহিদ, সবুর মল্লিক। হাবা গোবা স্বভাবের ভীতু ছেলেটি যে কিনা তেলাপোকা, কুকুর দেখে দৌড়ে পালায়। একা রাস্তা পাড় হতে পারে না। তার প্রেমিকার হাত ধরা দূরের কথা ভালবাসার কথা বলাতে পর্যন্ত সাহস পায় না। সে একসময় সুপার হিরো পাওয়ার পেয়ে যায়। এর পরও সে সাহসী হয়ে উঠতে পারেনা। একের পর এক প্রতিকূলতার মধ্য দিয়ে বাস্তবটার সম্মুখীন হয়। এভাবেই এগুতে থাকে কমেডি ধাঁচের রোমান্টিক নাটক অ্যাভেঞ্জারস অ্যান্ড দ্যা গ্রেট লুজার। বাকিটা জানতে অবশ্যয় নাটকটি দেখুন।

(ওএস/অ/আগস্ট ১৪, ২০১৯)