বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পবিত্র ঈদুল ফিতরের আগের রাতে ৩শ বোতল ফেনসিডিলের চালানসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। তবে এসময় আমদানী কারক বা বিক্রেতাকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। এঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে একটি সাদা প্রাইভেট কারযোগে বিপুল পরিমান ফেনসিডিল আসছে এমন খবর গোপনে পেয়ে বাগেরহাট মডেল থানার এসআই মোঃ ইমান আলী একদল পুলিশ ফোর্স নিয়ে শহরের নুর মসজিদ মোড়ের অদুরে অবস্থান নেয় এবং খুলনার দিক থেকে আসা ওই প্রাইভেট কারটি ফলো করে। এসময় প্রাইভেট কারের চালকসহ দুজন দশানী পৌর পানির ট্যাংকির কাছে প্রাইভেট কারটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ প্রাইভেট কারের পিছনে রাখা ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে এবং অবৈধভাবে আনা ওই ফেনসিডিল বহনের দায়ে মামলার আলামত হিসাবে প্রাইভেট কারটি জব্দ করে থানায় নিয়ে আসে।

পরের দিন মঙ্গলবার এসআই ইমান আলী বাদী হয়ে প্রাইভেট কার চালক মোড়েলগঞ্জের ফুলহাতা এলাকার আঃ কুদ্দুস হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (৩০) ও বাগেরহাট শহরতলীর দশানী এলাকার নয়ন (২৫) এর নাম উল্লে¬খ সহ অজ্ঞাত আরো ২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলা বাদী মডেল থানার এসআই ইমান আলী বলেন, ৩০০ বোতল ফেনডিলসহ সাদা রংয়ের ওই প্রাইভেট কারটি আটক করা হয়েছে। চালকসহ গাড়ীতে থাকা অন্যরা পালিয়ে গেছে।

বাগেরহাট শহরের মাদক সেবনকারী সুত্র বলেছে, প্রতিবছরের ন্যায় এবছরও ঈদুল ফিতর উপলক্ষ্যে শহরের পুরাতন বাজার এলাকার মাদক বিক্রেতারা ওই প্রাইভেট কারযোগে ফেনসিডিল আমদানী করা হচ্ছিল।

(ওএস/অ/জুলাই ৩১, ২০১৪)