অ্যামাজন

ইতিহাসের ভয়াবহ দাবানলে
জ্বলছে অ্যামাজন বনাঞ্চল,
শোনিতে পাচ্ছ কি কেউ
নীরিহ পশু পাখির ক্রোন্দল?
পরেনি কখনো সভ্যতার চিহ্ন
রহস্যময় ঘেরা বনাঞ্চলে,
সযত্নে লালিত প্রানী জগৎএর
অসংখ্য বিস্ময় জ্বলছে দাবানলে।
হাজার হাজার শতাংশের বৃক্ষ
দাউদাউ দাবানলে জ্বলছে,
আট লাখ অধিবাসী
খাদ্য সংগ্রহে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
৭,৭৭০ বর্গ কিলোমিটার
দাবানলে জ্বলে পুরে ছাই,
জানা অজানা কত পশুপাখি
কীটপতঙ্গ জীবজন্তু মরছে হায়!
সারাবিশ্বের অক্সিজেন গ্রহনে
সহায়তা করে অ্যামাজান,
পৃথিবীর বায়ুমন্ডলের অক্সিজেনের
বিশ শতাংশের উৎপত্তির স্থান।
অক্সিজেনের যোগান দেওয়া ছাড়াও
গ্রীনহাউজ নিয়ন্ত্রণ করে,
গবেষকদের মতে দুইশকোটি মেট্রিকটন
কার্বনডাই অক্সাইড শোষণ করে।
সারাবিশ্ব আলোচনায় তোলপার
দাবানল নেভানো যায়নি অ্যামাজনে,
বলিভিয়ার রাষ্ট্রপতি ইভো ম্যারোলাস
পাঠালেন সুপার ট্র্যাঙ্কার উইং বিমানে।
হিংসার দাবানলে জ্বলে পুরে ছারখার,
এটাই কি মানব সভ্যতার আচার ব্যবহার?