জামালপুর প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী শোক কর্মসূচির শেষদিনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জামালপুর জেলা শাখার উদ্যোগে জেলা পর্যায়ে ১ম থেকে ১০ম শ্রেণির ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শনিবার (৩১ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমিতে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ও প্রতিযোগিতা পর্ব।

প্রতিযোগিতা শেষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জামালপুর জেলা শাখার সভাপতি লিটন তরফদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল আলম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. আমানুল্লাহ আকাশ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি জাকির হোসেন রুকু, সদস্য এনামুল হক তালুকদার রিপন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জামালপুর জেলা শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান জাহাঙ্গীর ও আলহাজ মো. জিয়াউল হক, আহমদ কাদরী লিটন প্রমুখ।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় ১৮ জন বিজয়ীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

(আরআর/এসপি/আগস্ট ৩১, ২০১৯)