সমরেন্দ্র বিশ্বশর্মা

জন্মভূমি বাংলাদেশ, পেয়েছি তোমার জন্যে
একটি লাল সবুজের পতাকা, সেটিও তোমার জন্যে
একাত্তুরের মহান মুক্তিযুদ্ধ, এটিও তোমার জন্যে
স্বাধীনতা এসেছে, শুধুই তোমার জন্যে।
তবুও ঘাতক হায়েনার দল
তোমার বুক বাংলাদেশের হৃদয়
বুলেটের আঘাতে আঘাতে জাজরা করে দিল।
তারা চেয়েছিল, মুজিব নিঃশ্বেষ হলেই
আবার জাগবে পরাজিত পাকিস্তান।
কিন্তু তারা জানতোনা মুজিব মানেই একটি আদর্শ।
হে জনক, তুমি ছিলে বাঙালীর
আছো এবং থাকবে চিরকাল,
যতদিন পৃথিবীর বুকে বাতাস বইবে
একটি নদীর ¯্রােতও কলকল ধ্বনিতে প্রবাহিত হবে,
ততদিন বাতাসে বাতাসে ঢেউয়ের ফনা
জয় বাংলা স্লোগান ধরে বলবে
মুজিব, মানেই মুক্তিযুদ্ধ,
মুজিব, মানেই একটি আদর্শ,
মুজিব, মানেই লাল সবুজের পতাকা,
মুজিব, মানেই স্বাধীনতা,
মুজিব, মানেই প্রিয় বাংলাদেশ।

লেখক : কবি ও সমকাল সাংবাদিক, সভাপতি, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব, কেন্দুয়া, নেত্রকোনা।