সমরেন্দ্র বিশ্বশর্মা কেন্দুয়া (নেত্রকোনা) : বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের এম.পি অসীম কুমার উকিল বলেছেন, প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় রোধে সকলকে আন্তরিক হতে হবে। 

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেককে তিনটি করে গাছের চারা রোপন করার পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রীর পরামর্শকে গুরুত্ব দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিকল্পিত বনায়ন করতে হবে।

অসীম কুমার উকিল বলেন, শুধু গাছের চারা রোপন করলেই চলবে না, এসবের পরিচর্যা করতে হবে যাতে একটি গাছের চারা একদিন সম্পদে রূপান্তরিত হয়। প্রাকৃতিক পরিবেশ বিপর্যয় রোধে উপজেলা প্রশাসন বন বিভাগ আয়োজিত কেন্দুয়া উপজেলার ৫০ শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরন উপলক্ষ্যে এক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কেন্দুয়া সরকারি কলেজের প্রভাষক আব্দুল মান্নান ভূঞার সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় আরো বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দুয়া গণসাহিত্য পরিষদের সভাপতি গীতিকার মোঃ নূরুল ইসলাম, নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সদস্য ও কেন্দুয়া পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা ও বন বিভাগের কর্মকর্তা দিপঙ্কর রায়।

এ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ভরাপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু সাদেক ও পবিত্র গীতা থেকে পাঠ করেন কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও গণ সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা। সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধানদের হাতে গাছের চারা তুলে দেন।

(এসবি/এসপি/আগস্ট ৩১, ২০১৯)