স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গবেষণা দিবস উদযাপন উপলক্ষে শনিবার ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে তার অফিসে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২ অক্টোবর গবেষণা দিবসের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করা হয়।

গবেষণা দিবস উদযাপন অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিএসএমএমইউ এর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার জানান, গবেষণা দিবস উদযাপন অনুষ্ঠানে নোবেলজয়ী অমর্ত্য সেনসহ আন্তর্জাতিক পর্যায়ের গবেষক ও বিশিষ্ট ব্যক্তিদের অতিথি করা হবে।

আজকের সভায় মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. জিলন মিঞা সরকার, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ কামাল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপকডা. দেবতোষ কুমার পাল, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদারটিট প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/আগস্ট ৩১, ২০১৯)