অমল তালুকদার, বরগুনা : বরগুনার পাথরঘাটা পৌরসভা এখন জলমগ্ন। জলাবদ্ধতা সহ অসংখ্য সমস্যা নিয়ে রোগাক্রান্ত হয়ে পরেছে পুরো শহরটি। পৌরবাসী মেয়র আনোয়ার হোসেন আকনকে নিয়ে করছে রসিকতা। পথে-প্রান্তরে আর চা ষ্টলে মেয়রের গুনকীর্ত্তনের চেয়ে সমালোচনাই চলছে বেশী। তাঁর আমলে পাথরঘাটা পৌরসভায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন না হওয়ার কারনেই সমালোচনার ঝড় উঠেছে। বর্ষা মৌসুম মানেই পাথরঘাটা একটি ডুবন্ত পৌরসভা(!) ব্যবসায়ীদের নিত্যদিনের বেচাকেনা বন্ধ হয়ে যায়। রাস্তা দিয়ে চলাচল বন্ধ থাকে। তরকারী,কাঁচামাল ভেসে যেতে দেখা যায়। এ এক অবর্ননীয় দূর্ভোগ। চোখে না দেখলে বুঝা মুশকিল।

আশেপাশের খাল,পুকুর,দিঘি সহ সকল ডোবা-নালা ময়লা আর নর্দমায় পরিপুর্ন। অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার যাপিতজীবন।

পুরো এলাকার মধ্যে ৬নং ওয়ার্ডটির চিত্র কিছুটা ভিন্ন। ওই ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাফিজুর রহমান সোহেল নিজ উদ্যোগে নানা সমস্যার সমাধান করে থাকেন।

এখানকার পৌরবাসীদের সাথে কথা বলে জানাগেছে,নূন্যতম নাগরিক সুবিধা নাথাকা সত্বেও রীতিমত পৌরকর দিয়ে যাচ্ছেন তারা।

ব্যবসায়ীদের সাথে কথা বলে জানাগেছে,রাস্তাঘাটের জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা সহ নানা সমস্যার অবসান না হলেও ট্যাক্স,চাঁদা ইত্যাদি পরিশোধ করতে হচ্ছে নিয়মিত।

(এটি/এসপি/সেপ্টেম্বর ০১, ২০১৯)