গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যার ঘটনায় পিবিআইয়ের দাখিলকৃত চার্জশীটে মুল আসামীর নাম বাদ দেয়ার প্রতিবাদে রবিবার দুপুরে সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল ও ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করা হয়। 

বিক্ষোভ মিছিলটি গোবিন্দগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড়ে অবরোধ কর্মসূচী পালন করে। এসময় বক্তব্য রাখেন উপজেলা সিপিবি’র সভাপতি তাজুল ইসলাম, সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, সাধারন সম্পাদক জাফুরুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, সদস্য হাবিবুর রহমান ও মিনহাজুল ইসলাম প্রমুখ। কর্মসূচী চলাকালে দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় আধা ঘন্টা মহাসড়কের দুপার্শ্বে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়।

অবরোধ চলাকালে বক্তারা বলেন, এখন পর্যন্ত ৩ সাঁওতাল হত্যাকান্ডের বিচার পাইনি তার মধ্যেই মামলার মূল আসামীর নাম বাদ দিয়ে পিবিআই য়ে চার্জশীট দাখিল করেছে আমরা তা কোন ভাবেই মানিনা। পুনঃরায় তদন্তের মাধ্যমে মূল আসামীকে মামলার চার্জশীটে অর্šÍভ’ক্তির জোর দাবী জান্ইা।

গাইবান্ধা প্রেসক্লাবের সাবেক সভাপতি উপাধ্যক্ষ আব্দুল ওহাব লাবীব এর মৃত্যুতে গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের বিদেহী আতœার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিবৃতি প্রদান করা হয়েছে।

(এসআরডি/এসপি/সেপ্টেম্বর ০১, ২০১৯)